ধর্ষণের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শিশু ধর্ষণে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক সাজার দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন, মশাল মিছিল। শিক্ষার্থী-শিক্ষকসহ সচেতন নাগরিক সমাজ জোরালো কণ্ঠে দাবি তুলেছে ধর্ষকদের থাবা ভেঙে দাও। ওদের দৃষ্টান্তমূলক সাজা দাও। বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রবণতা ভয়ংকর আকার ধারণ করেছে। ধর্ষণের ঘটনার শতকরা এক ভাগের জন্যও আইনের আশ্রয় নেন না ভুক্তভোগীরা। কারণ তা হলে ধর্ষণের চেয়ে বেশি নিগৃহীত হয় ভুক্তভোগী পরিবার। সভ্যতার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ এই সমাজ ধর্ষণকারীর বদলে ধর্ষিতাকে হেনস্তা করতে উঠে পড়ে লাগে। এমনকি আদালতেও ধর্ষিতার জন্য বিড়ম্বনা ডেকে আনে বিবাদী-আইনজীবীদের একাংশের তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজরদারির অভাবে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। মানবাধিকারকর্মীদের মতে, যখন একটি দেশে ‘চেইন অব কমান্ড’ বা নিয়ন্ত্রকের ভূমিকায় সব দিক দিয়ে দুর্বলতা থাকে তখন অপরাধীরা পার পেয়ে যায়। এজন্য ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্ত হতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে, ২০২৪ সালে দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মোট ৪০১ জন নারী-শিশু। এর মধ্যে ধর্ষণ-পরবর্তী হত্যার শিকার হয় ৩৪ জন। ধর্ষণের পর আত্মহত্যা করে ৭ জন। চলতি বছরের জানুয়ারি মাসে মোট ৩৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ১৮ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটে ৫৭টি। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে ১৭টি এবং হত্যার ঘটনা ঘটে ২টি। মাগুরায় বোনের শ্বশুরের দ্বারা ৮ বছর বয়সি এক শিশু ধর্ষিত হয় গত ৫ মার্চ রাতে। মারাত্মকভাবে অসুস্থ শিশুটিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণের প্রতিবাদে সারা দেশে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার মাধ্যমে ধর্ষণকারীদের প্রতি সর্বস্তরের মানুষের তীব্র ঘৃণার প্রতিফলন ঘটেছে, যা একটি ইতিবাচক দিক। আমরা আশা করব দেশে নারীর সম্ভ্রমহানির যে অশুভ প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে, তা রোধে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠাও জরুরি।
শিরোনাম
- মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিল র্যাব
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
নারী শিশু ধর্ষণ
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর