আরববিশ্বের সমৃদ্ধ দেশ কাতারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিশেষভাবে কাজ করতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার চার দিনের কাতার সফরের শেষ দিন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সে দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি যে বৈঠক করেন, সেখানে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাতারের পূর্ণ ক্টূনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা কামনা করে বাংলাদেশ। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ও দেশ পুনর্গঠনের কাজে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় কাতার। দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা আস্থা রাখছি- সংস্কার ও পুনর্গঠনের পথ ধরে বাংলাদেশ দ্রুত আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সে অগ্রযাত্রায় কাতার সব সময় পাশে থাকবে। দুই শীর্ষ নেতার বৈঠকে রোহিঙ্গা সংকট এবং গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায়, বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ-প্রচেষ্টায় তাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতায় চরম মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘসহ সব অংশীজনের জোরালো পদক্ষেপের আবশ্যকতা সম্পর্কে একমত হন তারা। গাজার জনগণের দুর্দশার ব্যাপারে আজও বিশ্বের অনেকেই নীরব। রোহিঙ্গা সংকটের কথা যেন দিন দিন ভুলতে বসেছে বিশ্ব। এসব সংকট ও মানবিক বিপর্যয় বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুই নেতার বৈঠকে এসব বিষয় নিয়ে যে আন্তরিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনা হয়েছে- বাংলাদেশের জন্য তা আশাব্যঞ্জক। পারস্য উপসাগরের উপদ্বীপে অবস্থিত কাতার সীমিত আয়তন ও জনসংখ্যা এবং শুষ্ক ও মরু এলাকা হওয়া সত্ত্বেও বিপুল খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। বিভিন্ন ক্ষেত্রে দেশটির ব্যাপক বিনিয়োগ রয়েছে বিশ্বের দেশে দেশে। তাদের সমর্থন ও সহযোগিতা আজকের নতুন বাংলাদেশ বিনির্মাণ ও এ দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা সেটা কামনা করি।
শিরোনাম
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’
- ‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত’
- মে দিবসে বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল
- বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
- অন্যস্বর টরন্টোর আয়োজনে ‘বৈশাখের পঙক্তিমালা’
- গরমে শরীরে পানিশূন্যতা হচ্ছে কি না যেভাবে বুঝবেন
- সুশান্তের মৃত্যুর পর যে কঠিন সময় পার করেছেন রিয়া
- নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর মাঠে থাকা প্রয়োজন
- আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র
- পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা; স্থায়ী চুক্তি চান ট্রাম্প
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন আদেশের অপেক্ষায় বাদী
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু
- সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা গড়তে হবে