আরববিশ্বের সমৃদ্ধ দেশ কাতারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিশেষভাবে কাজ করতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার চার দিনের কাতার সফরের শেষ দিন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সে দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি যে বৈঠক করেন, সেখানে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাতারের পূর্ণ ক্টূনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা কামনা করে বাংলাদেশ। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ও দেশ পুনর্গঠনের কাজে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় কাতার। দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা আস্থা রাখছি- সংস্কার ও পুনর্গঠনের পথ ধরে বাংলাদেশ দ্রুত আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সে অগ্রযাত্রায় কাতার সব সময় পাশে থাকবে। দুই শীর্ষ নেতার বৈঠকে রোহিঙ্গা সংকট এবং গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায়, বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ-প্রচেষ্টায় তাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতায় চরম মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘসহ সব অংশীজনের জোরালো পদক্ষেপের আবশ্যকতা সম্পর্কে একমত হন তারা। গাজার জনগণের দুর্দশার ব্যাপারে আজও বিশ্বের অনেকেই নীরব। রোহিঙ্গা সংকটের কথা যেন দিন দিন ভুলতে বসেছে বিশ্ব। এসব সংকট ও মানবিক বিপর্যয় বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুই নেতার বৈঠকে এসব বিষয় নিয়ে যে আন্তরিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনা হয়েছে- বাংলাদেশের জন্য তা আশাব্যঞ্জক। পারস্য উপসাগরের উপদ্বীপে অবস্থিত কাতার সীমিত আয়তন ও জনসংখ্যা এবং শুষ্ক ও মরু এলাকা হওয়া সত্ত্বেও বিপুল খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। বিভিন্ন ক্ষেত্রে দেশটির ব্যাপক বিনিয়োগ রয়েছে বিশ্বের দেশে দেশে। তাদের সমর্থন ও সহযোগিতা আজকের নতুন বাংলাদেশ বিনির্মাণ ও এ দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা সেটা কামনা করি।
শিরোনাম
- পাথরঘাটায় জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সাইক্লোন শেল্টারের দাবিতে স্মারকলিপি
- দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির
- সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
- নেত্রকোনায় সীমান্তে ভারতীয় মদসহ অটোভ্যান জব্দ
- বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া : পরিবেশ উপদেষ্টা
- লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
- নাটোরে অভিযানে ধ্বংস অবৈধ চায়না জাল
- সিরাজগঞ্জে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে অবৈধ বালুর ডিপো, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
- বাঁধ মেরামতে গিয়ে নিজের বসত ঘর হারালেন দুই ভাই
- জুনে ১৩৬ কোটি টাকার চোরাচালান জব্দ বিজিবির
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫
- জুলাই শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, হাইকোর্টের রুল
- আনন্দ মোহন কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ
- বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করছে দুই একটি দল : রিজভী
- কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
- লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে
- তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি