জুলাই গণ অভ্যুত্থান দমনে নির্বিচারে মারণাস্ত্র ব্যবহারের ফলে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী ও তাৎপর্যের দাবিদার। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাছে যেসব মারণাস্ত্র রয়েছে, সেগুলো জমা দিতে বলা হবে। বলেছেন, সরকার র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। র্যাব বর্তমান নামে থাকবে কি না, বর্তমান পোশাক বহাল থাকবে কি থাকবে না আর পুনর্গঠন কীভাবে হবে, তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি হবে পাঁচ থেকে ছয় সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য নেওয়া হবে। কমিটি চাইলে সদস্যসংখ্যা বাড়াতে পারবে। এ কমিটি র্যাবের নাম থাকবে কি থাকবে না, তাদের কার্যক্রম কেমন হবে, ঠিক করবে। পুলিশ বাহিনী ও র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা সাফল্য প্রশংসার দাবিদার। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে পুলিশ ও র্যাবের ভাবমূর্তিকেই প্রকারান্তরে জিম্মি করা হয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার ক্ষোভের লক্ষ্যস্থল হয়ে দাঁড়ায় এই দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্তৃত্ববাদী সরকারের হুকুম তামিল করতে গিয়ে তারা দেশবাসীর প্রতিপক্ষে পরিণত হয়। গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। বিপুলসংখ্যক ছাত্র-জনতা হতাহত হয়েছে মারণাস্ত্র ব্যবহারের কারণে। ছাত্র-জনতার তীব্র ক্ষোভে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা আক্রান্ত হয়। প্রাণও হারান বেশ কিছু পুলিশ সদস্য। ভাবমূর্তির সংকটের কারণে জুলাই বিপ্লব জয়ী হওয়ার পর পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে সৎ সাহসের অভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বাহিনীতে পরিণত করার উদ্দেশ্যে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার। আশা করা যায়, এর ফলে তারা ভাবমূর্তির সংকট থেকে বেরিয়ে আসতে পারবে।
শিরোনাম
- মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০
- গাজা সিটি থেকে নিরাপদ গণউচ্ছেদ ‘অসম্ভব’: রেড ক্রস প্রধান
- ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত