জুলাই গণ অভ্যুত্থান দমনে নির্বিচারে মারণাস্ত্র ব্যবহারের ফলে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী ও তাৎপর্যের দাবিদার। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাছে যেসব মারণাস্ত্র রয়েছে, সেগুলো জমা দিতে বলা হবে। বলেছেন, সরকার র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। র্যাব বর্তমান নামে থাকবে কি না, বর্তমান পোশাক বহাল থাকবে কি থাকবে না আর পুনর্গঠন কীভাবে হবে, তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি হবে পাঁচ থেকে ছয় সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য নেওয়া হবে। কমিটি চাইলে সদস্যসংখ্যা বাড়াতে পারবে। এ কমিটি র্যাবের নাম থাকবে কি থাকবে না, তাদের কার্যক্রম কেমন হবে, ঠিক করবে। পুলিশ বাহিনী ও র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা সাফল্য প্রশংসার দাবিদার। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে পুলিশ ও র্যাবের ভাবমূর্তিকেই প্রকারান্তরে জিম্মি করা হয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার ক্ষোভের লক্ষ্যস্থল হয়ে দাঁড়ায় এই দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্তৃত্ববাদী সরকারের হুকুম তামিল করতে গিয়ে তারা দেশবাসীর প্রতিপক্ষে পরিণত হয়। গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। বিপুলসংখ্যক ছাত্র-জনতা হতাহত হয়েছে মারণাস্ত্র ব্যবহারের কারণে। ছাত্র-জনতার তীব্র ক্ষোভে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা আক্রান্ত হয়। প্রাণও হারান বেশ কিছু পুলিশ সদস্য। ভাবমূর্তির সংকটের কারণে জুলাই বিপ্লব জয়ী হওয়ার পর পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে সৎ সাহসের অভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বাহিনীতে পরিণত করার উদ্দেশ্যে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার। আশা করা যায়, এর ফলে তারা ভাবমূর্তির সংকট থেকে বেরিয়ে আসতে পারবে।
শিরোনাম
- রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
- তিন সংস্করণে অভিন্ন প্রধান কোচের পথে হাঁটল দক্ষিণ আফ্রিকা
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
- বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি
- ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৬ ফিলিস্তিনি নিহত
পুলিশ ও র্যাব পুনর্গঠন
কেটে যাক ভাবমূর্তির সংকট
প্রিন্ট ভার্সন
