জুলাই গণ অভ্যুত্থান দমনে নির্বিচারে মারণাস্ত্র ব্যবহারের ফলে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী ও তাৎপর্যের দাবিদার। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, পুলিশের কাছে যেসব মারণাস্ত্র রয়েছে, সেগুলো জমা দিতে বলা হবে। বলেছেন, সরকার র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে। র্যাব বর্তমান নামে থাকবে কি না, বর্তমান পোশাক বহাল থাকবে কি থাকবে না আর পুনর্গঠন কীভাবে হবে, তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি হবে পাঁচ থেকে ছয় সদস্যের। বিভিন্ন বাহিনী থেকে কমিটির সদস্য নেওয়া হবে। কমিটি চাইলে সদস্যসংখ্যা বাড়াতে পারবে। এ কমিটি র্যাবের নাম থাকবে কি থাকবে না, তাদের কার্যক্রম কেমন হবে, ঠিক করবে। পুলিশ বাহিনী ও র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের নানা সাফল্য প্রশংসার দাবিদার। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে পুলিশ ও র্যাবের ভাবমূর্তিকেই প্রকারান্তরে জিম্মি করা হয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার ক্ষোভের লক্ষ্যস্থল হয়ে দাঁড়ায় এই দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কর্তৃত্ববাদী সরকারের হুকুম তামিল করতে গিয়ে তারা দেশবাসীর প্রতিপক্ষে পরিণত হয়। গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। বিপুলসংখ্যক ছাত্র-জনতা হতাহত হয়েছে মারণাস্ত্র ব্যবহারের কারণে। ছাত্র-জনতার তীব্র ক্ষোভে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা আক্রান্ত হয়। প্রাণও হারান বেশ কিছু পুলিশ সদস্য। ভাবমূর্তির সংকটের কারণে জুলাই বিপ্লব জয়ী হওয়ার পর পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে সৎ সাহসের অভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বাহিনীতে পরিণত করার উদ্দেশ্যে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবিদার। আশা করা যায়, এর ফলে তারা ভাবমূর্তির সংকট থেকে বেরিয়ে আসতে পারবে।
শিরোনাম
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
পুলিশ ও র্যাব পুনর্গঠন
কেটে যাক ভাবমূর্তির সংকট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর