কর্তৃত্ববাদী শাসনের পৌনে ১৬ বছর দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নাকে দড়ি দিয়ে ঘোরানো হতো। স্বভাবতই দেশে মুক্ত ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হোক এটি ছিল ব্যবসায়ী সম্প্রদায়েরও প্রত্যাশা। কর্তৃত্ববাদী সরকারের হুকুমবরদারের যে ভূমিকা পালন করতে তারা বাধ্য হতেন, সে বিড়ম্বনার অবসান হলেও অদৃশ্য খবরদারির হাত থেকে এখনো মুক্তি মেলেনি। দেশবাসীর কর্মসংস্থানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি জরুরি হলেও সে পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। কিন্তু সে সম্মেলন কতটা সফল হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। সে ক্ষেত্রে ঘাটতি থাকলে তারা এগিয়ে আসতে ভয় পান। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে খুব একটা কাজে লাগেনি। বিশেষজ্ঞদের অভিমত, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে কেউ নতুন করে বিনিয়োগের ঝুঁকি নেবে না, এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীরা মূলত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্তর্বর্তী সরকার ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন করা হয়েছে গত মাসের শেষ দিকে। এরপরও এখন পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির মতো কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এর ফলাফল বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিবেচিত বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা এখনো নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগের নিট প্রবাহও কমেছে। অন্যদিকে শিল্পের মূলধনি যন্ত্র আমদানিও নিম্নমুখী প্রবণতাতেই রয়েছে। বিনিয়োগ গতি সৃষ্টি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে হবে অন্তর্বর্তী প্রশাসনকে।
শিরোনাম
- বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার শহর
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, ২৫ জনের মৃত্যু
- ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ
- হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি আরবের
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- কোরবানির হাট কাঁপাবে ৪০ মণ ওজনের সম্রাট
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
- বৃষ্টিতে প্লে-অফ স্বপ্ন ভেসে গেল কলকাতার
- আইসিসিবিতে শিক্ষামেলায় ব্যাপক সাড়া
- গাজায় গণহত্যার প্রতিবাদ: সিনেট থেকে হাতকড়া পরিয়ে বের করে দেওয়া হল প্রবীণ অধিকারকর্মীকে
- পাকিস্তানে হামলা নিয়ে বিভক্ত ভারতের রাজনীতি
- সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব
- সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান : তারেক রহমান
- গণতন্ত্রের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : নবীউল্লাহ নবী
- ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
বিনিয়োগে শ্লথগতি
আস্থা ফিরিয়ে আনতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর