কর্তৃত্ববাদী শাসনের পৌনে ১৬ বছর দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নাকে দড়ি দিয়ে ঘোরানো হতো। স্বভাবতই দেশে মুক্ত ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হোক এটি ছিল ব্যবসায়ী সম্প্রদায়েরও প্রত্যাশা। কর্তৃত্ববাদী সরকারের হুকুমবরদারের যে ভূমিকা পালন করতে তারা বাধ্য হতেন, সে বিড়ম্বনার অবসান হলেও অদৃশ্য খবরদারির হাত থেকে এখনো মুক্তি মেলেনি। দেশবাসীর কর্মসংস্থানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি জরুরি হলেও সে পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। কিন্তু সে সম্মেলন কতটা সফল হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। সে ক্ষেত্রে ঘাটতি থাকলে তারা এগিয়ে আসতে ভয় পান। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে খুব একটা কাজে লাগেনি। বিশেষজ্ঞদের অভিমত, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে কেউ নতুন করে বিনিয়োগের ঝুঁকি নেবে না, এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীরা মূলত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্তর্বর্তী সরকার ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন করা হয়েছে গত মাসের শেষ দিকে। এরপরও এখন পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির মতো কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এর ফলাফল বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিবেচিত বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা এখনো নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগের নিট প্রবাহও কমেছে। অন্যদিকে শিল্পের মূলধনি যন্ত্র আমদানিও নিম্নমুখী প্রবণতাতেই রয়েছে। বিনিয়োগ গতি সৃষ্টি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে হবে অন্তর্বর্তী প্রশাসনকে।
শিরোনাম
- মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিল র্যাব
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
বিনিয়োগে শ্লথগতি
আস্থা ফিরিয়ে আনতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর