কর্তৃত্ববাদী শাসনের পৌনে ১৬ বছর দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নাকে দড়ি দিয়ে ঘোরানো হতো। স্বভাবতই দেশে মুক্ত ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হোক এটি ছিল ব্যবসায়ী সম্প্রদায়েরও প্রত্যাশা। কর্তৃত্ববাদী সরকারের হুকুমবরদারের যে ভূমিকা পালন করতে তারা বাধ্য হতেন, সে বিড়ম্বনার অবসান হলেও অদৃশ্য খবরদারির হাত থেকে এখনো মুক্তি মেলেনি। দেশবাসীর কর্মসংস্থানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি জরুরি হলেও সে পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। কিন্তু সে সম্মেলন কতটা সফল হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। সে ক্ষেত্রে ঘাটতি থাকলে তারা এগিয়ে আসতে ভয় পান। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে খুব একটা কাজে লাগেনি। বিশেষজ্ঞদের অভিমত, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে কেউ নতুন করে বিনিয়োগের ঝুঁকি নেবে না, এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীরা মূলত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্তর্বর্তী সরকার ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন করা হয়েছে গত মাসের শেষ দিকে। এরপরও এখন পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির মতো কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এর ফলাফল বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিবেচিত বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা এখনো নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগের নিট প্রবাহও কমেছে। অন্যদিকে শিল্পের মূলধনি যন্ত্র আমদানিও নিম্নমুখী প্রবণতাতেই রয়েছে। বিনিয়োগ গতি সৃষ্টি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে হবে অন্তর্বর্তী প্রশাসনকে।
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন