অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে। দেশের মানুষ ওই অভ্যুত্থানে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। ঘুষ-দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। গণতন্ত্রহীনতার যে লজ্জা জাতিকে তাড়িয়ে বেড়িয়েছে, তা থেকে জাতি মুক্তি পাবে। সর্বস্তরের জনগণের সমর্থনে ক্ষমতায় আসা সরকার যথাশিগগিরই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তী সরকারের ৯ মাস কেটে গেলেও জনগণের দৃষ্টিতে সরকারের অর্জন প্রশ্নের ঊর্ধ্বে নয়। বিশেষ করে নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকার নিজেদের স্পষ্ট করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগস্টের আগের চেয়ে ভালো, তা বলার সুযোগ নেই। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বড় মাপে এ পর্যন্ত কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ না উঠলেও চারপাশের দুর্নীতি-অনিয়ম রোধে তাদের সাফল্য দৃষ্টিগ্রাহ্য নয়। নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকায় রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারছে না। সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ায় রাজপথ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্ট মনে করে দাবি আদায়ে প্রতিদিনই রাজপথে নামছে বিভিন্ন স্তরের মানুষ। ন্যায্য হোক আর অন্যায্য হোক রাজপথে নামলেই দাবি পূরণ হয়ে যায়, এমন একটি ধারণা জনমনে পাকাপোক্ত হতে চলেছে। যা বড়মাপে বিশৃঙ্খলাকেই উসকে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে জনগণের পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা করণীয় তা সম্পন্ন করাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু গত ৯ মাসে সে ক্ষেত্রে অর্জন মোটেও আশাব্যঞ্জক নয়। ফলে জনমনে হতাশা বাড়ছে। পতিত স্বৈরাচারের পায়ের তলায় মাটি এনে দিচ্ছে জনমনের হতাশা। এ ভ্রান্তি নিরসনে নির্বাচনি রোডম্যাপ ঘোষণায় সরকারকে যত্নবান হতে হবে এখনই। ধরে রাখতে হবে জনগণের আস্থা।
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন