অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে। দেশের মানুষ ওই অভ্যুত্থানে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। ঘুষ-দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। গণতন্ত্রহীনতার যে লজ্জা জাতিকে তাড়িয়ে বেড়িয়েছে, তা থেকে জাতি মুক্তি পাবে। সর্বস্তরের জনগণের সমর্থনে ক্ষমতায় আসা সরকার যথাশিগগিরই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তী সরকারের ৯ মাস কেটে গেলেও জনগণের দৃষ্টিতে সরকারের অর্জন প্রশ্নের ঊর্ধ্বে নয়। বিশেষ করে নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকার নিজেদের স্পষ্ট করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগস্টের আগের চেয়ে ভালো, তা বলার সুযোগ নেই। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বড় মাপে এ পর্যন্ত কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ না উঠলেও চারপাশের দুর্নীতি-অনিয়ম রোধে তাদের সাফল্য দৃষ্টিগ্রাহ্য নয়। নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকায় রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারছে না। সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ায় রাজপথ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্ট মনে করে দাবি আদায়ে প্রতিদিনই রাজপথে নামছে বিভিন্ন স্তরের মানুষ। ন্যায্য হোক আর অন্যায্য হোক রাজপথে নামলেই দাবি পূরণ হয়ে যায়, এমন একটি ধারণা জনমনে পাকাপোক্ত হতে চলেছে। যা বড়মাপে বিশৃঙ্খলাকেই উসকে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে জনগণের পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা করণীয় তা সম্পন্ন করাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু গত ৯ মাসে সে ক্ষেত্রে অর্জন মোটেও আশাব্যঞ্জক নয়। ফলে জনমনে হতাশা বাড়ছে। পতিত স্বৈরাচারের পায়ের তলায় মাটি এনে দিচ্ছে জনমনের হতাশা। এ ভ্রান্তি নিরসনে নির্বাচনি রোডম্যাপ ঘোষণায় সরকারকে যত্নবান হতে হবে এখনই। ধরে রাখতে হবে জনগণের আস্থা।
শিরোনাম
- মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিল র্যাব
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
অসন্তোষ বাড়ছে
নির্বাচনকে অগ্রাধিকার দিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর