সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। বুধবার ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে সেনাপ্রধান বলেছেন দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনসহ সব সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধু সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, যা হতাশাজনক। দেশিবিদেশি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি আরও অবনতি ঘটাতে যাচ্ছে, যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। বর্তমান পরিস্থিতিতে দেশ ও জনগণের কোনোরকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না। কাউকে করতেও দেবে না। দেশের এক ক্রান্তিলগ্নে সেনাপ্রধানের বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বের। প্রথমত সেনাপ্রধান দেশে যে নৈরাজ্য চলছে, তা সামাল দেওয়ার ব্যাপারে জোরালো তাগিদ দিয়েছেন। এজন্য দ্রুত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপরও গুরুত্বারোপ করেছেন। করিডর ও বন্দরের মতো বিষয়ে অনির্বাচিত সরকারেরর পদক্ষেপ নেওয়া যে ঠিক হবে না, সে বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন। বাংলাদেশের সেনাবাহিনী গড়ে উঠেছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। জনগণের বাহিনী হিসেবে অভিধা পেয়েছে এ বাহিনী। গত ৯ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যরা যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার দাবিবার। দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান, তাতে দেশের ১৮ কোটি মনুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে সরকারকে এ পথেই হাঁটতে হবে।
শিরোনাম
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
- দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৫ জনকে পুলিশে দিল জনতা
- রাবিতে বঙ্গবন্ধু হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
- কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস
- শাবাবের কলকাতার নিয়োগ বাতিল, নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
- আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড
- 'আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না'
- শতভাগ অনলাইনভিত্তিক ভূমিসেবা চালু হয়েছে : সিনিয়র সচিব
- বিশ্বজুড়ে আকাশযুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন!