দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। জুলাই গণ আন্দোলনে স্বৈরাচার পতনের পর ৯ মাস অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো যথাযথ পেশাদারি দৃঢ়তা নিয়ে ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে। সমাজ-রাজনীতি, শিল্প-বাণিজ্য অস্থিতিশীল করতে দেশিবিদেশি ষড়যন্ত্রও চলছে। ঘোলা পানিতে মাছ ধরার পাঁয়তারা তাদের। এই বিরুদ্ধ বাস্তবতায়, দেশে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ড, পণ্য পরিবহনে ঝুঁকি, জালিয়াতিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন উদ্যোক্তারা। তাঁরা বিনিয়োগ ধরে রাখা এবং নতুন বিনিয়োগে আস্থা হারিয়ে ফেলছেন। তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। দিনকে দিন বাড়ছে কর্মক্ষম জনশক্তির বেকারত্ব। ব্যবসায়ীরা দিনশেষে পরিবার-পরিজনসহ তাঁদের কারখানা বা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পণ্য পরিবহনের ক্ষেত্রে পথে ছিনতাইয়ের শঙ্কা থাকে। এ ছাড়াও নানান প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের- যাঁরা মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতীয় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে। নেতিবাচক এ অবস্থার অবসান অত্যন্ত জরুরি। তার জন্য চাই সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়ন সাধনে পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। অতীতে বাধ্য হয়ে করা কাজের যা কিছু অখ্যাতি, তার গ্লানি ঝেড়ে ফেলে, মাথা উঁচু করে দাঁড়ানো এখন সময়ের দাবি। বাহিনীকে সমাজের সব অনিয়ম, অনাচার, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাবমুক্ত এই সময়টাকে কাজে লাগিয়ে সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে হবে। ‘পুলিশ জনগণের বন্ধু’ এই আপ্তবাক্যের যথার্থতা, প্রমাণ করতে হবে। না হলে তা হবে দুর্ভাগ্যজনক।
শিরোনাম
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
- দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৫ জনকে পুলিশে দিল জনতা
- রাবিতে বঙ্গবন্ধু হলসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
- কর্মচারীর কমেন্ট ঘিরে চাকরি যাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানালেন সারজিস
- শাবাবের কলকাতার নিয়োগ বাতিল, নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
- আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড
- 'আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না'
- শতভাগ অনলাইনভিত্তিক ভূমিসেবা চালু হয়েছে : সিনিয়র সচিব
- বিশ্বজুড়ে আকাশযুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন!