সংকটে ব্যাংক খাত। দীর্ঘ হচ্ছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা। আমানতকারীর টাকাই চাহিবা মাত্র ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক। মূলধন ঘাটতি, খেলাপি ঋণ, তহবিলসংকট, অপেশাদারি ব্যবস্থাপনায় হযবরল অবস্থায় নাকানিচুবানি খাচ্ছে ব্যাংকিং খাত। এ নিয়ে তীব্র অসন্তোষ ব্যবসায়ীদের মধ্যে। গত ৯ মাসে দেশের ব্যাংকগুলো ব্যবসায়ী সমাজকে সামান্য সহযোগিতাও করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক রোগা-দুর্বল একাধিক ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান একীভূত করতে চাইলেও সংশ্লিষ্টরা তাতে সাড়া দেননি। তাদের মতে, এতে ভালো কিছুর আশা করা দুরাশা। গভর্নর বলেছিলেন, টাকা ছেপে ব্যাংক বাঁচানো হবে না। একপর্যায়ে তা-ও করতে হয়। তবু সংকট কাটেনি। এখন শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি ব্যাংকের এমডিদের সংগঠন সমর্থন করেছে। এ ছাড়াও চরম খারাপ অবস্থায় থাকা ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত করে এক বা দুটি প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের ৮৩ শতাংশ ঋণই খেলাপি। ২২ হাজার কোটি টাকা আমানতের বিপরীতে লোকসান ছাড়িয়ে গেছে ২৩ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় চব্বিশের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এই গুরুভার ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব। গ্রাহকের টাকা দিতে পারছে না ব্যাংক। অক্ষমতার গ্লানি থেকে বাঁচতে আত্মমর্যাদাসম্পন্ন কয়েকজন এমডি পদত্যাগ করেছেন। পদত্যাগী এক এমডি বলেছেন, কাজ করার পরিবেশ নেই। এটা বড়ই দুঃখজনক দৃষ্টান্ত। এ থেকে সংকটের গভীরতা স্পষ্ট হয়। এই যখন ব্যাংক খাতের হালহকিকত, সামান্য সহযোগিতাও না পাওয়ায় অনেক শিল্পোদ্যোক্তা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। নতুন করে চালু বা প্রতিষ্ঠার প্রশ্ন উঠছে না। কিন্তু দেশের শিল্প-বাণিজ্য প্রসার, রপ্তানি বাজার ধরে রাখা, কর্মসংস্থান রক্ষার পাশাপাশি বৃদ্ধি এবং এসব কিছুর মাধ্যমে জাতীয় অর্থনীতির প্রাণবায়ু ধরে রাখার স্বার্থে ব্যাংকিং খাতের টালমাটাল অবস্থা কাটানো অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। মূলধন ঘাটতি পূরণ, খেলাপি ঋণ আদায়, আমানত আকর্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনার সব শর্ত পূরণ করে ব্যাংক খাত ঘুরে দাঁড়াক। আর তার জন্য যার যা কিছু করা উচিত, তারা তা দ্রুত দায়িত্ব নিয়ে করুন।
শিরোনাম
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল