শিরোনাম
রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষা

বাংলা সাহিত্য

১. ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম কোন উপন্যাসের চরিত্র?

উত্তর : আলালের ঘরের দুলাল।

২. ভ্রমর, রোহিনী ও গোবিন্দলাল কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?

উত্তর : কৃষ্ণকান্তের উইল।

৩. আয়েশা ও তিলোত্তমা কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেস নন্দিনী' উপন্যাসের।

৪. 'কুন্দনন্দিনী' কোন উপন্যাসের চরিত্র?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের।

৫. 'কপালকুন্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?

উত্তর : নবকুমার।

৬. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গল্পের মুসলমান চরিত্র রয়েছে?

উত্তর: ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা ও কাবুলিওয়ালা।

৭. রবীন্দ্রনাথের 'পোস্ট মাস্টার' গল্পের প্রধান চরিত্র কোনটি?

উত্তর : রতন।

৮. 'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রধান চরিত্র?

উত্তর: রক্তকরবী।

৯. রবীন্দ্রনাথের 'চোখের বালি' উপন্যাসের প্রধান দু'টি চরিত্রের নাম কী?

উত্তর: মহেন্দ্র ও বিনোদিনী।

১০. বাংলা সাহিত্যে দেবযানী ও কচ চরিত্রের সৃষ্টিকর্তা কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১১. 'শর্মিলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?

উত্তর : দুই বোন।

১২. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের ইন্দ্রনাথ।

১৩. রমা ও রমেশ কোন উপন্যাসের প্রধান চরিত্র?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পল্লীসমাজ' উপন্যাসের।

১৪. 'অভয়া' চরিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে?

উত্তর : শ্রীকান্ত।

১৫. মহিম, সুরেশ, অচলা ও মৃণাল কোন উপনাসের প্রধান চরিত্র?

উত্তর : গৃহদাহ।

১৬. বীরবাহু, চিত্রাঙ্গদা ও মন্দোদরী কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র?

উত্তর : মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যের'।

১৭. 'তোরাপ' কোন নাটকের চরিত্র?

উত্তর: নীলদর্পণ।

১৮. কাজী নজরুল ইসলামের 'পদ্ম গোখরো' গল্পের নায়িকা কে?

উত্তর: জোলেখা।

১৯. ভিক্ষু, পাচী ও পেহলাদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গল্পে?

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের 'প্রাগৈতিহাসিক' ছোট গল্পে।

২০. শশী ও কুসুম কোন উপন্যাসের পাত্র-পাত্রী?

উত্তর : পুতুলনাচের ইতিকথা।

২১. 'বিষাদসিন্ধু' উপন্যাসের নায়ক কে?

উত্তর: ইমাম হোসেন।

২২. জোহরা চরিত্রটি কোথায় পাওয়া যায়?

উত্তর : মোজাম্মেল হকের জোহরা উপন্যাসে ও মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকে।

২৩. কবি জসীমউদ্দীনের কোন কাব্যে সাজু ও রূপাই এর কাহিনী আছে?

উত্তর: নক্শী কাঁথার মাঠ কাব্যে।

২৪. বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বালক-বালিকা কে কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাসের অপু ও দুর্গা।

সর্বশেষ খবর