বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

কিম্ভূতকিমাকার (অদ্ভুতদর্শন ও কদাকার/অদ্ভুত ও কুৎসিত)— লোকটার কিম্ভূতকিমাকার চেহারা আর বিচিত্র বেশ দেখে একটু হকচকিয়ে যেতে হয় বৈকি।

কিষ্কিন্ধ্যাকাণ্ড (হৈ হৈ ব্যাপার /তুমুল হট্টগোল)— গোলমাল শুনে রাস্তায় বেরিয়ে দেখি এক কিষ্কিন্ধ্যাকাণ্ড বেঁধে গেছে।

কুদরত রাখা (শক্তি ধরা, ক্ষমতা রাখা)— সে শরীরে যথেষ্ট কুদরত রাখে।

কুনকি হাতি (যে পোষা হস্তিনী বন্য হাতি ধরতে সাহায্য করে/কৌশলে অন্যকে বশে রাখে)— রহমান সাহেব ব্যবসায় ফায়দা নেওয়ার জন্য স্ত্রীকে কুনকি হাতি বানিয়েছেন।

কুবেরের ভাণ্ডার, কুবেরের ধন (অফুরন্ত ভাণ্ডার, অফুরন্ত ঐশ্বর্য)— ঘরে কি কুবেরের ভাণ্ডার রয়েছে যে, সারা জীবন বসে বসে খাবে।

কুম্ভীরাশ্রু (লোক দেখানো কান্না/নকল সমবেদনা/কাপট-অশ্রু)— তার কুম্ভীরাশ্রু দেখে কেউ ভুলবে না।

কুরুক্ষেত্র-কাণ্ড (প্রলঙ্কর ব্যাপার/প্রচণ্ড/যুদ্ধ/তুমুল ঝগড়া বা মারামারি)— তুমি যে রকম ব্যবহার আমাদের সঙ্গে করেছ, তাতে আর কোনো বাপ হলে কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত।

কুসুম-কুসুম (অল্প গরম) কুসুম-কুসুম জলে স্নান করা তার অভ্যাসে পরিণত হয়েছে।

কৃষ্ণের জীব (দুর্বল ও অসহায় প্রাণী)— ওকে আর মের না, এবারকার মতো ছেড়ে দাও— শত হলেও কৃষ্ণের জীব!

ক্যাবলা হাকিম (অনভিজ্ঞ ও বোকা হাকিম বা বিচারক)— ক্যাবলা হাকিম আবার উল্টো রায় দিয়ে না বসেন।

খইয়ের বন্ধনে পড়া (মুশকিলে পড়া)— মৃত বন্ধুর দুষ্ট প্রকৃতির ছেলেকে আশ্রয় দিয়ে খইয়ের বন্ধনে পড়েছি।

খণ্ডকপালে (দুর্ভাগ্য)— আমরা খণ্ডকপালে মানুষ রে ভাই; এত সুখ কি আমাদের সয়?

খণ্ডপ্রলয় (তুমুল কাণ্ড)— গতকাল রহিম ও করিমের মধ্যে একটা খণ্ডপ্রলয় বেধে গিয়েছিল।

কচুকাটা করা (কেটে টুকরো টুকরো করা)—একা সে শত্রুসৈন্যকে কচুকাটা করে ফিরে এলো।

কটু কাটব্য (তিরস্কার/গালাগালি)— রেগে গিয়ে ওকে অযথা অনেক কটু কাটব্য করে ফেলেছি।

কলজের জোর (অত্যধিক সাহস/বুকের পাটা)— এই গভীর রাতে একা এতটা পথ যাওয়া? তার কলজের জোর আছে বলতে হবে।

কলা দেখানো (ফাঁকি দেওয়া)— তুমি তাকে এত যত্ন আত্তি করলে আর সে কলা দেখিয়ে চলে গেল?

কলি ফেরানো (দেয়ালে চুনকাম করা)— বছরান্তে অন্তত একবার বাড়ির দেয়ালে কলি ফেরানো উচিত।

কাবু করা (দুর্বল করে ফেলা/শক্তিহীন করা)— ঠাণ্ডা আমাকে কাবু করতে পারবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর