রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সপ্তম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

মো. আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. ‘কুলি-মজুর’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

ক. হৃদয়হীন স্বার্থান্ধ মানুষদের চিনতে পারবে

খ. সমাজের বঞ্চিত ও উপেক্ষিত মানুষদের চিনতে পারবে

গ. বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি মমতাবোধ জাগবে

ঘ. বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে

২. মানব সভ্যতার যথার্থ রূপকার-ুু

i. কুলি-মজুর         ii. ধনিক শ্রেণি

iii. শ্রমজীবী মানুষ

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

৩. ‘কুলি-মজুর’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. যুগবাণী        খ. সাম্যবাদী

গ. অগ্নিবীণা       ঘ. প্রলয়শিখা

৪. ‘ঠুলি খুলে দেখ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো-

i. চোখের ওপর ঢাকনি  ii. পর্দা

iii. সচেতন হওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

৫. ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ’ এই দেনা বাড়িয়েছে-

র. কুলি-মজুর রর. শ্রমজীবী মানুষ ররর. ধনিক শ্রেণি

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

৬. কুলিকে কে রেলগাড়ি থেকে ঠেলে নিচে ফেলে দিল?

ক. বাবুসাব     খ. ধনিক শ্রেণির প্রতিনিধি

গ. কবি       ঘ. হৃদয়হীন মানুষ

৭. সারা পৃথিবীজুড়ে কে মার খাচ্ছে?

ক. পীড়িত জনগণ    খ. অত্যাচারী

গ) কুলি-মজুর   ঘ. দুর্বল

৮. ‘যে দধীচির হাড় দিয়ে ঐ বাষ্প শকট চলে’ কবিতায় দধীচিকে আনা হয়েছে-

i . সুবিধাভোগী হিসেবে ii. ত্যাগী হিসেবে

iii. মুনি হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

৯. শ্রমজীবী মানুষকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে কে?

ক. বাবুসাব                          খ. মিথ্যাবাদীর দল

গ. ধনিক শ্রেণি  ঘ. কুলি-মজুর

১০. শ্রমজীবী মানুষদের ঋণ শোধ হতে পারে

i. তাদের কর্মের যথাযথ স্বীকৃতির মাধ্যমে

ii. তাদের কর্মের যথাযথ মূল্যায়নের মাধ্যমে

iii. অত্যাচারের তীব্র প্রতিবাদের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

১১. ‘এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?’ প্রশ্নটি কেন করা হয়েছে?

ক. দুর্বলদের প্রতিনিয়ত মারধর করা হচ্ছে বলে

খ. দুর্বলদের প্রতিনিয়ত প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে

গ. দুর্বলদের ধনিক শ্রেণি নানাভাবে প্রাপ্য অধিকার মজুরি থেকে বঞ্চিত করছে বলে

ঘ. বাবুসাব কুলিকে অন্যায়ভাবে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছে বলে

১২. ‘এ দেশ ছাড়বি কি না বল/নইলে কিলের চোটে তোদের হাড় করিব জল’ উদ্দীপকের সঙ্গে ‘কুলি-মজুর’ কবিতার সাদৃশ্যপূর্ণ বাক্যটি হলো-

i. দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ

ii. বলতো এসব কাহাদের দান! তোমার অট্টালিকা

iii. তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

১৩. ছোটদের জন্য লেখা নজরুলের নাটকের নাম কী?

ক. সঞ্চয়ন          খ. পিলে পটকা 

গ. পুতুলের বিয়ে               ঘ. ঝিঙেফুল

১৪. ‘কুলি-মজুর’ কবিতায় ‘পাই’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. মুদ্রার একক বিশেষ   খ. মজুরির স্বল্পতা

গ) টাকার ক্ষুদ্রাংশ         ঘ. ধাতব মুদ্রা

উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

পুরুষ শ্রমিকদের সঙ্গে সারা দিন ইট ভাঙার কাজ করেন রহিমা বেগম। দিন শেষে মালিক তাকে মজুরি দেয় পুরুষ শ্রমিকদের অর্ধেক।

১৫. প্রদত্ত উদ্দীপকের সঙ্গে ‘কুলি-মজুর’ কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলো-

i. বৈষম্য   ii. শোষণ ররর. সাম্য

নিচের কোনটি সঠিক?

ক. i     খ. ii  গ. iii     ঘ. i ও ii

 

উত্তরমালা : ১. ঘ ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ক।

সর্বশেষ খবর