বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এখনকার ঈদের আনন্দে অনেক পার্থক্য

ব্যারিস্টার মওদুদ আহমদ, রাজনীতিবিদ

এখনকার ঈদের আনন্দে অনেক পার্থক্য

শৈশব-কৈশরের ঈদ আর এখনকার ঈদের সঙ্গে গুণগত আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। সময়ের প্রেক্ষাপটে ঈদের আনন্দেও পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়েছে মানসিকতারও। ছোটকালের ঈদে বন্ধুবান্ধবদের নিয়ে হৈ-হল্লা, ঘোরাঘুরি, ছোটাছুটিসহ নানা আনন্দ করা হতো। বাবা-মা, ভাইবোনসহ আত্দীয়স্বজনের কাছ থেকে নানা উপহার সামগ্রী পেতাম। ঈদের দিন ঈদ সেলামিও পেতাম। অবশ্য এখন সেভাবে ঈদ সেলামি নেই। ওই সময় যে আনন্দ ছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন অবশ্য আমাদের উপহার সামগ্রী কিংবা ঈদ সেলামি দিতে হয়। এর মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে এখন আমাদের মানসিক পরিবর্তনও হয়েছে। অবশ্য এখনো পরিবার-পরিজন নিয়ে আমি ঈদ উদযাপন করছি। এটাই বড় আনন্দের বিষয়। শৈশবে নতুন জামা কিংবা জুতো পেলে কি যে আনন্দ হতো- তা এখন আর ভাষায় প্রকাশ করা যাবে না। এখন ঈদে আমরা যেসব জামা-কাপড় কিনি তা প্রয়োজনের তাগিদে। তারপরও মুসলিম উম্মাহের বড় একটি মিলনমেলা হলো ঈদ। ঈদে পরিবার-পরিজন, নিকটাত্দীয়, বন্ধুবান্ধবসহ অনেকের সঙ্গেই দেখা-সাক্ষাৎ হয়। ঈদের মাঠে অনেক বন্ধুবান্ধবেরও দেখা যায়। এটাই সবচেয়ে আনন্দের।

 

সর্বশেষ খবর