মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

বলিউডে নারীপ্রধান যত ছবি

বলিউডে নারীপ্রধান যত ছবি

বলিউডের পর্দায় নায়কদের দাপটই বেশি দেখা যায়। তবে বলিউডের হাওয়া এখন বদলে গেছে। এখন এই ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান ছবি বেশি নির্মিত হচ্ছে। বলিউডে নারীপ্রধান কিছু ছবি নিয়ে লিখেছেন - পান্থ আফজাল

বলিউডের পর্দায় নায়কদের পাশাপাশি নায়িকাদের দাপট বেড়েছে। আবার এমনও আছে যে, কিছু নারীকেন্দ্রিক ছবিতে নায়কদের ‘শোপিস’ হিসেবে সামনে নিয়ে আসছেন। এই মহামারি-যুগেও বলিউড চলচ্চিত্র ব্যবসা মন্দ যাচ্ছে না। কভিড সংক্রমণের ঝুঁকির মধ্যে প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যাও কমে গেছে অনেকটাই। যাঁরা আসছেন বেশির ভাগই তরুণ প্রজন্ম। এর মধ্যেই গত বছর ‘সূর্যবংশী’ ও ‘পুষা : দ্য রাইজ’ নতুন আশা দেখিয়েছিল। তবে নারীপ্রধান চরিত্র নিয়ে নির্মিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সব কিছুকে ছাপিয়ে গেছে। সঞ্জয়লীলা বানশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ মুক্তির সপ্তম দিনে বিশ্বব্যাপী ১০২ কোটি ৭১ লাখ রুপি ব্যবসা করেছে বলে জানা যায়। এদিকে দর্শক পছন্দের সঙ্গে সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি। বিশেষ করে গাঙ্গুবাঈ চরিত্রে আলিয়া ভাটের পারফরম্যান্সকে তাঁর ‘ক্যারিয়ারসেরা’ বলে রায় দিয়েছেন অনেকেই। এ বছরের শুরুতে মুক্তি পেয়েছিল তাপসী পান্নুর ‘লুপ লাপেতা’। এরপর তাঁর নতুন চমক ‘সাব্বাস মিঠু’। আগামী বছর এই তারকার একগুচ্ছ ছবি আসছে, যেগুলোর গল্প নারীকেন্দ্রিক। হুমা কুরেশি আর সোনাক্ষী সিনহা- এ দুই বলিউড অভিনেত্রীর স্লাইস অব লাইফ কমেডি ছবি ‘ডবল এক্সেল’-এ দেখা যাবে। এই ছবির গল্প যে কোনো নারীর হৃদয় ছুঁয়ে যাবে। ওজন নিয়ে মেয়েদের প্রায়ই নানারকম কটুকথা শুনতে হয়। ‘বডি শেমিং’ রীতিমতো পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। একটি মেয়ের সৌন্দর্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তাঁর ওজন, এ নিয়ে সতরাম রমানি ‘ডবল এক্সেল’ ছবিটি নির্মাণ করেছেন। ইদানীং নারীকেন্দ্রিক ছবিতে বেশি দেখা যায় বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে। ‘মার্দানি’, ‘হিচকি’র পর আবার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামক এক নারীকেন্দ্রিক ছবিতে দেখা যাবে রানীকে। এই ছবিতে এক মাকে তাঁর মেয়ের জন্য অন্য এক দেশের আইনের সঙ্গে লড়তে দেখা যাবে। বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ আনছেন ভিন্ন স্বাদের হাসির ছবি ‘শর্মাজি কি বেটি’। এই প্রথম কোনো ফিচার ফিল্ম পরিচালনা করছেন তাহিরা। ‘শর্মাজি কী বেটি’ ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। ছবিতে সাক্ষী তনওর, দিব্যা দত্ত, আর স্যায়ামি খেরকে মূল চরিত্রে দেখা যাবে। ৫ অক্টোবর বড় পর্দায় আসছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘তেজস’। ছবিতে কঙ্গনাকে ভারতীয় এয়ারফোর্স পাইলট তেজস গিলের ভূমিকায় দেখা যাবে। অপর্ণা সেন পরিচালিত ছবি ‘দ্য রেপিস্ট’-এ মেয়ে কঙ্কনা সেন শর্মাকে দেখা যাবে। এই ছবির মাধ্যমে ধর্ষণের মতো অপরাধ আর এই বীভৎস অপরাধের পেছনের কাহিনি তুলে ধরা হয়েছে। এর আগে বলিউডে দেখা গেছে নারীপ্রধান অনেক ছবি। এরমধ্যে রয়েছে- দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবতী’ ও ‘পিকু’, সোনম কাপুরের ‘নিরজা’, আলিয়ার ‘হাইওয়ে’ ও রাজি, ‘ডিয়ার জিন্দেগি’, সোনাক্ষী সিনহার ‘আকিরা’, কঙ্গনা রানাউতের সিমরান, কুইন, তানু ওয়েডস মানু রিটার্নস ও রানী লক্ষ্মীবাই, বিদ্যা বালান অভিনীত ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, সারা জেন ডিয়াসের ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেজ’, নার্গিস খানের ‘মাদার ইন্ডিয়া’, স্মিতা পাতিলের ‘মির্চি মাসালা’, রেখা, মহিমা চৌধুরী, মাধুরী দীক্ষিত ও মনিষা কৈরালা অভিনীত   ‘লজ্জা’, মাধুরী দীক্ষিত ও জুহি চাওলার ‘গোলাব গ্যাং’, তাপসী পান্নুর পিংক, হাসিনা দিলরুবা ও থাপ্পড়, রাধিকা আপ্তের ‘পার্চেড’, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউতের ‘ফ্যাশন’, কারিশমা কাপুরের ‘শক্তি : দ্য পাওয়ার’, ঐশ্বরিয়ার রাই অভিনীত ‘জাজবা’, লিসা রে এর ‘ওয়াটার’, বিদ্যা বালান ও রানী মুখার্জির ‘নো ওয়ান কিলড জেসিকা’, শ্রীদেবীর ইংলিশ-ভিংলিশ ও মম, জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’, প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’, বিদ্যা বালানের ‘ইশকিয়া’ ও ‘মিশন মঙ্গল’, কৃতি শ্যাননের ‘মিমি’, সানিয়া মালহোত্রার ‘পেগ্লেইট’, জায়রা ওয়াসিম, ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রার ‘দঙ্গল’, কারিনা কাপুরের ‘হিরোইন’ ও ‘চামেলি’সহ আরও অনেক ছবি।

সর্বশেষ খবর