এ সময়ের অডিওর দুই তরুণ তুর্কি সামজ এবং গগন সাকিব। দুজনই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন। এবার এ দুই তরুণ প্রথমবারের মতো একই গানে কাজ করলেন। ‘তোরে ভুলতে পারি না’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন সামজ। গানের কথা লিখেছেন গগন সাকিব ও এন এইচ কবি। সুর করেছেন মুন্সি জুয়েল ও গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গগন সাকিবের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইয়াকুব রুহানি, আরুশি সোহা, তাসিন ও গগন সাকিব নিজে। গানটি প্রসঙ্গে গগন সাকিব বলেন, সামজ ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই একটি কোলাবোরেশনের পরিকল্পনা ছিল। এবার সেটি হয়ে গেল। কাজটি অনেক যত্ন নিয়ে করা।
আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন। অন্যদিকে নতুন গান নিয়ে সামজ বলেন, ‘এই গানটি গগন অনেক পরিকল্পনা করে করেছে। আমার কাছে গানটি ভালোই লেগেছে। এখন শ্রোতারা পছন্দ করলেই পরিশ্রম সার্থক হবে।’ গানটি ১ অক্টোবর গগন সাকিব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। পাশাপাশি স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন অডিও প্ল্যাটফরমে গানটি পাওয়া যাবে।