শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাধিকার পারিশ্রমিক

শোবিজ ডেস্ক

রাধিকার পারিশ্রমিক

ওটিটি প্ল্যাটফরমে একের পর এক সিনেমা-সিরিজে অভিনয় করে ‘ওটিটি কুইন’ নামে পরিচিতি পেয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। গতকাল ৩৯ বছরে পা দিলেন তিনি। জন্মদিনে তাঁকে নিয়ে থাকল পাঁচ তথ্য। ওটিটিতে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন রাধিকা এমন প্রশ্নের উত্তর খুঁজে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএইন্ডিয়া জানিয়েছে, প্রতি ওয়েব সিরিজের জন্য অন্তত ৪ কোটি রুপি নেন তিনি। এমি পুরস্কারে মনোনয়নপ্রাপ্ত এই অভিনেত্রী বলিউডে নাম লেখান ২০০৫ সালে। হিন্দি সিনেমার পাশাপাশি নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয় করে আলোচিত হয়েছেন রাধিকা। আগস্টে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে রাধিকা আপ্তে অভিনীত সিরিজ ‘মেড ইন হেভেন ২’। রাধিকার জন্ম ভেলোরে। বেড়ে উঠেছেন পুণেতে। আট বছর বয়সে কত্থক নাচ শিখছেন।

সর্বশেষ খবর