যে সিনেমা থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি পাচ্ছিলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন, সেই ‘মা কালী’র টিজার প্রকাশ হয়েছে। রাইমা বলেছেন, স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ বোধ থেকে তিনি সিনেমাটি করেছেন। সিনেমার পোস্টার প্রকাশের পর অনেক হুমকি ধমকিতেও দমে যাননি, কাজটি শেষ করেছেন। ‘মা কালী’ পরিচালনা করেছেন বিজয় ইয়ালাকান্তি। সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।