শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাভিশনে আজ কর্ণিয়া ও সোনিয়ার রান্না

শোবিজ প্রতিবেদক

বাংলাভিশনে আজ কর্ণিয়া ও সোনিয়ার রান্না

বাংলাভিশন টিভি চ্যানেলের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘আমাদের রান্নাঘর’- এ আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মজার যত রান্নার আয়োজন ও রেসিপি নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া ও পুরস্কারপ্রাপ্ত রন্ধনশিল্পী সোনিয়া রহমান। এতে রান্নার পাশাপাশি রান্না নিয়ে মজার যত গল্প ও রেসিপি তুলে ধরবেন সোনিয়া রহমান এবং রান্নার পাশাপাশি গান শোনাবেন কর্ণিয়া। ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ ও প্রযোজনা করেছেন সুব্রত দে।

 

সর্বশেষ খবর