বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা এবার সম্মাননায় ভূষিত হলেন। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবার দিবসে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ বর্তমান কার্যনিবাহী সদস্যরা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময়ে আনোয়ারার মেয়ে ও অভিনেত্রী মুক্তিও উপস্থিত ছিলেন। আনোয়ারা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এমন সম্মাননা জানানোর জন্য আমি সংগঠনের সবাইকে আর আমার ভালোবাসার মানুষদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাচসাসের নতুন কমিটিকে যারা এ পরিবার দিবসকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আমি অসুস্থ। তবুু ভালোবাসার টানে এখানে এসেছি। আমি খুবই আনন্দিত এমন সম্মান পেয়ে।’ সম্প্রতি বাচসাস পরিবার দিবস অনুষ্ঠিত হয় সাভারের নীলা-বর্ষা রিসোর্টে। যেখানে বাচসাস সদস্যসহ শোবিজ অঙ্গনের মানুষ অংশ নেয়।