এ বছর দুর্গাপূজায় মিউজিক ভিডিও নিয়ে এসেছেন ডা. অরূপরতন চৌধুরী। সংগীতা মিউজিকের ব্যানারে দুর্গাপূজা উপলক্ষে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। গানটির মূল শিল্পী ডা. অরূপরতন চৌধুরী ও গীতিকার জীবন চৌধুরী। সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায় এবং মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনীক বসু। শিল্পী ডা. অরূপরতন চৌধুরী বলেন, ‘সার্বজনীন দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপূজা উপলক্ষে আনন্দ, উৎসব স্থানগুলো মিলনমেলায় পরিণত হয়। গান উৎসবের অন্যতম উপাদান। মানুষের মাঝে আনন্দের বার্তা দিতেই মূলত আমার এই ক্ষুদ্র প্রয়াস। গানপ্রিয় মানুষের ভালো লাগলে তবেই প্রচেষ্টা সার্থক হবে।’ গত ২৭ সেপ্টেম্বর জাতীয় জাদুঘরে প্রকাশনা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগীতার ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন প্ল্যাটফর্মের্ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।