রাজের মনের মধ্যে লুকিয়ে আছে তার মনের মানুষ লেখার নাম। তারা ভালোবাসায় টইটম্বুর। শত বাধা-বিপত্তি তাদের বিচ্ছিন্ন করতে পারে না। কারণ রাজের জন্যই তো লেখার জন্ম। এই প্রেম শাশ্বত, সুন্দর, চিরন্তন। এমনই হৃদয়গাথা প্রেমের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'মনের মধ্যে লেখা'। এতে রাজ ও লেখার চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো-হিরোইন জুটি সাগর-শম্পা। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন মুরাদ। সম্প্রতি চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। বোর্ড সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলতি মাসের শেষ সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। সাগর বলেন, মনের মতো গল্পের একটি চলচ্চিত্রে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমার বিশ্বাস, দর্শক সাদরে গ্রহণ করবে চলচ্চিত্রটি। শম্পা বলেন, পিওর রোমান্টিক গল্পের এ চলচ্চিত্রে মনের মানুষের জন্য ত্যাগের বিষয়টি মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিনোদননির্ভর এ চলচ্চিত্রটি সব শ্রেণীর দর্শকের গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস। মেরিনা মুভিজ প্রযোজিত এ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান। সংগীত পরিচালনা করেছেন জেকে।