অস্কার পুরস্কার পাওয়া 'টাইটানিক' ছবিতে কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও জুটির অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। সম্প্রতি কেটকে নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব বলার পাশাপাশি তার প্রশংসায় পঞ্চমুখ হন ডিক্যাপ্রিও। কেটকে ভালোবাসেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে ডিক্যাপ্রিওর ভাষ্য- 'আমার চোখে সবচেয়ে চমৎকার ব্যক্তিত্বের অধিকারী তিনি। তার ভেতর কোনো ভণিতা নেই। কেট উইন্সলেট নামের মেয়েটিকে আমি ভালোবাসি। কিছুদিন আগে তিনি মা হয়েছেন। এ মুহূর্তে নতুন সন্তানের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন তিনি।' ১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'টাইটানিক' ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনার ভালো সম্পর্ক গড়ে ওঠে।