মুক্তি পেতে যাচ্ছে মাধুরী দীক্ষিত অভিনীত 'দেড় ইশকিয়াঁ'। তাই ছবিটির প্রোমোশনের জন্য উঠেপড়ে লেগেছে গোটা টিম। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাধুরীর নিরাপত্তার বিষয়টি। কারণ বলিউডের এই নামী অভিনেত্রীর নিরাপত্তায় শহরপিছু বাজেট প্রায় ছয় লক্ষ টাকা। আর ছবির প্রযোজক এই টাকা খরচ করতে নারাজ। তার মতে, শুধুমাত্র নিরাপত্তার জন্য এতো টাকা খরচ করা সম্ভব নয়।
এদিকে, মাধুরীর ভক্তদের সংখ্যার কথা ভেবে নামী সিকিওরিটি সংক্রান্ত কোম্পানি কম টাকায় নিরাপত্তা দিতে আপত্তি জানিয়েছে। অবশেষে ঠিক হয়েছে কেবল দিল্লিতেই হবে 'দেড় ইশকিয়াঁ'র প্রোমোশন। দিল্লির প্রোমোশনে মাধুরীর জন্য ৬ লক্ষ টাকা দিতে রাজি হয়েছেন প্রযোজক।