আজ ৭ জানুয়ারি জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। নিজের মতো করে আজ সময় কাটানোর কোনো সুযোগই নেই এই কণ্ঠশিল্পীর। কারণ আজও দুটি অনুষ্ঠানে থাকতে হবে তাকে। আজ সকাল ১০টা ৪০ মিনিটে তিনি আরটিভির 'তারকালাপ'-এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান শেষে দুপুরে তার উত্তরার নিজ বাসায় দুই মেয়ে স্নেহা ও আরিয়াকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খাবেন। সন্ধ্যা পর্যন্ত তিনি বাসাতেই সময় কাটাবেন। সন্ধ্যার পর তিনি একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন। এভাবেই এবারের জন্মদিন পালন করবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'এ জন্মদিনে আমি চাই সবাই আমার জন্য দোয়া করুক।'