১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হৃত্বিক রোশন ও সুজান রোশন। তাদের বিচ্ছেদের পেছনে বলিউড অভিনেতা অর্জুন রামপালের সম্পৃক্ততার খবর চাউর হলেও বিষয়টি অস্বীকার করেছেন অর্জুন ও সুজান দুজনই। দীর্ঘদিন তাদের বন্ধুত্ব থাকলেও ইদানীং সুজানের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহের। বছরের পর বছর হৃত্বিক-সুজানের খুবই কাছের বন্ধু ছিলেন অর্জুন ও মেহের। কিন্তু হৃত্বিকের সঙ্গে সুজানের বিচ্ছেদে অর্জুনের দিকে অভিযোগের আঙ্গুল উঠায় তাদের বন্ধুত্বে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে সুজানকে এড়িয়ে চলার চেষ্টা করছেন অর্জুন ও মেহের। আর এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ অর্জুন।