প্রেমিক উইলিয়াম অ্যাডামওউইকজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন অভিনেত্রী এমা ওয়াটসন। ব্যাং শোবিজ জানায়, এমার মুখপাত্র বলেছেন গেল গ্রীষ্মেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যান ওয়াটসন এবং অ্যাডামওইউকজ। 'হ্যারিপটার'-খ্যাত ওই অভিনেত্রী এবং অ্যাডামওউইকজ দুজনেই অঙ্ফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। সেখানেই দেখা হয় তাদের। পরিচয়ের পর প্রেম। ওয়াটসনের মুখপাত্র সানডে মিররকে জানান, এমা এবং উইল, গ্রীষ্মের সময় তাদের সম্পর্কের ইতি টানেন। সাবেক ওই জুটিকে ২০১৩ সালের নভেম্বরে একটি কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তার মাসখানেক আগেই তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে বলে জানা যায়।