'চলিতেছে সার্কাস' শিরোনামে আরও একটি এক ঘণ্টা ব্যাপ্তির ধারাবাহিক নাটকের শুটিং করছেন মাসুদ সেজান। উত্তরায় অবস্থিত তার নিজস্ব শুটিং হাউস 'পার্বণ' এবং আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির একটানা শুটিং করবেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, রিফাত চৌধুরী, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানা, মুনিরা মিঠু, সাজ্জাদ রেজা, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, জয়রাজ, স্নিগ্ধা মুমিনসহ অনেকে।
দর্শকনন্দিত সফল দুটি ধারাবাহিক নাটক লংমার্চ এবং রেড সিগন্যালের পর চলিতেছে সার্কাসের বিষয় ভাবনা সম্পর্কে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, 'সার্কাস এখন টিকিট কেটে শুধু প্যান্ডেলে বসে উপভোগ করার জিনিস নয়, আমাদের চারপাশেই নানান ধরনের সার্কাস চলছে। আমরা শুধু দেখছি তা-ই নয়, নিজেরাও কখন যে সঙ সেজে সার্কাসের ভেতরে ঢুকে যাচ্ছি, টের পাচ্ছি না। এই সার্বিক চিত্রটিই আমি একটি পরিবারের এবং আশপাশের কয়েকজন মানুষকে নিয়ে তুলে ধরবার চেষ্টা করব।' ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে।