ভালোবাসার রং কেমন, ভালোবাসার অর্থ কী- নিরুদ্দেশ কিশলয়কে খুঁজতে খুঁজতে একসময় তটিনীর মনে খেলা করে এ প্রশ্ন। তটিনী ও কিশলয় খুব ভালো বন্ধু কিংবা তাদের সম্পর্কটি বন্ধুর চেয়ে বেশি। এই সম্পর্কের টানে তটিনীর জীবনে কিশলয় হয়ে উঠে খোলা হাওয়ার মতো। বিশ্ব ভালোবাসা দিবসে 'অতঃপর চিবুকের কাছে একা' নাটকে এবার দেখা যাবে তটিনী ও কিশলয়ের অব্যক্ত ভালোবাসার উপাখ্যান। আর এই নাটকের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই প্রথম নিজস্ব প্রযোজনায় বিশেষ নাটক নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন। নাটকটি লিখেছেন আলতাফ শাহনেওয়াজ। নির্দেশনা ও প্রযোজনায় আউয়াল চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, সাবি্বর আহমেদ, মাহমুদ সাজ্জাদ, ডলি জহুর, আফজাল শরীফ প্রমুখ। উপরের ছবিতে নাটকের একটি মুহূর্ত দেখা যাচ্ছে।