মহানায়িকা সুচিত্রা সেন চলে গেছেন। বাঙালিদের রোমান্টিসিজমে ভাটা পড়েছে। হৃদয়ে এখনো দগদগে ঘা। আর তাই থেমে নেই সুচিত্রা বন্দনা। কলকাতায় তো বটেই বাংলাদেশেও হচ্ছে নানা আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার সুচিত্রা স্মরণে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হতে যাচ্ছে একক অ্যালবাম। এটি কণ্ঠশিল্পী পারভীন সুলতানার একক অ্যালবাম। শিরোনাম 'সুচিত্রা স্মরণে'। আজ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, 'নিজের মনের তাগিদে অ্যালবামটি করেছি। সুচিত্রা সেন তো এক মহাকাব্যের নাম। আমি শিল্পী, গান গাই। তাই গানে গানেই তাকে স্মরণ করলাম।'