জোয়া আক্তার পরিচালিত ছবিতে রনভির সিংয়ের সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তার সাবেক প্রেমিকা আনুশকা শর্মা। শুরুতে রনভিরের সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর খান জুটি বাঁধবেন বলে শোনা যায়। তবে এখন নতুন গুজব হলো, ওই ছবিতে কারিনাকে হটিয়ে স্থান করে নিয়েছেন আনুশকা। ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন রনভির সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া। আর ওই ছবিতে রনভিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন আনুশকা। অন্যদিকে জোয়ার ভাই ফারহান আক্তার জানিয়েছেন, ছবিতে একটি চরিত্রে তিনিও অভিনয় করতে যাচ্ছেন। রনভির, আনুশকা শর্মার বিপরীতে 'ব্যান্ড বাজা বারাত' ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।