নতুন অ্যালবাম মেল্ট টাউনের গান 'টিম্বার' নিয়ে প্রায় দুই সপ্তাহ বিলবোর্ডের প্রথম স্থান ধরে রেখেছেন আমেরিকান হিপহপ তারকা পিটবুল। গানটি প্রথম মুক্তি পায় গত বছরের ৭ অক্টোবর। বিলবোর্ডের টপ ১০০-তে ঢোকে ২৬ অক্টোবর। তারপর থেকেই শ্রোতাপ্রিয়তা পেতে থাকে। কিন্তু আরেক বিখ্যাত র্যাপার রিহানা এমিনেমের 'মনস্টার'র জন্য প্রায় চার সপ্তাহ দুই নম্বরে আটকে ছিল এই গানটি। 'মনস্টার'র পতন হওয়ায় অবশেষে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে পিটবুলের 'টিম্বার' গানটি। তার সঙ্গে সহশিল্পী কেশা। এই গানের মিউজিক ভিডিও মুক্তি পায় গত বছরের ২৪ নভেম্বর। ইউটিউবেও গানটি ভালো নজর কেড়েছে।