'ভাগ মিলখা ভাগ' ছবির পর ফারহান আখতার এখন আলোচনার শীর্ষে। বলিউডে প্রথমে পরিচালক, তারপর অভিনেতা হয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর সেই জনপ্রিয়তার কারণেই এবার ফারহান আসতে পারেন কৌন বনেগা ক্রোড়পতিতে। তবে অতিথি হিসেবে হটসিটে নয়, তিনি নিতে পারে সঞ্চালনার দায়িত্ব।
জানা যায়, কেবিসি'র প্রযোজক ঢেলে সাজাতে চাইছেন অনুষ্ঠানটির নতুন সিজনকে। বদলানোর ইচ্ছা তার খেলার ফরম্যাটও। জনপ্রিয়তা বাড়াতেই নাকি নতুন উদ্যোগ নিতে চান প্রযোজনা সংস্থা। তাই অমিতাভের জায়গায় সঞ্চালনার দায়িত্ব পেতে পারেন ফারহান।
তবে এ ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্তে যেতে চান না কেবিসি'র প্রযোজক সংস্থা। পুরো বিষয়টিই রয়েছে আলোচনার মধ্যে। এই ধরনের কোনও প্রস্তাব পেয়েছেন কিনা সেই ব্যাপারেও মুখ খুলতে চাননি ফারহান আখতার।