সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মোক্তাদির চলচ্চিত্রে সংগীত পরিচালনা করা নতুন কোনো বিষয় নয়। এর আগেও তিনি চলচ্চিত্রে একটা কিংবা দুটো গান পরিচালনা করেছেন। তবে নতুন বিষয় হচ্ছে এবার তিনি একটি ছবির সবকটি গান তৈরির কাজ করছেন ফুয়াদ। ছবির নাম 'রাজা হ্যান্ডসাম'। গত শনিবার বিকালে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা প্রোডাকশনস লিমিটেডের সঙ্গে ফুয়াদের আলোচনা চূড়ান্ত হয়েছে। ফুয়াদ বলেন, রাজা হ্যান্ডসাম ছবিতে গান থাকবে সাতটি। সবকটি গানের সুর করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। তবে গানগুলোয় কোন শিল্পীরা কণ্ঠ দিচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দর্শকদের ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে।