এবার চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা তারিকুল ইসলাম। নিজের লেখা গল্পে তারিকুল ইসলাম 'নীল চুড়ি' নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। তবে ছবিটিতে কে কে অভিনয় করবেন তা এখনো চুড়ান্তভাবে নির্বাচিত হয়নি। শিল্পী নির্বাচন শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন পরিচালক তারিকুল ইসলাম। পরিচালক জানান একেবারেই জীবনঘনিষ্ঠ একটি গল্প নিয়ে নির্মিত হবে 'নীল চুড়ি' চলচ্চিত্রটি। তারিকুল ইসলাম বলেন, 'চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়েই মূলত মিডিয়াতে কাজ করতে এসেছি। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বিধায় ভীষণ ভালো লাগছে।' 'নীল চুড়ি' ছবিটি নন্দন অডিও ভিশনের ব্যানারে প্রযোজনা করবেন হারুনুর রশীদ। এদিকে তারিকুল ইসলাম 'ঢাকা কলকাতা কালচারাল ফোরাম' এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ২০০৭ সাল থেকে। খুব শীঘ্রই দুই বাংলার শিল্পীদের নিয়ে 'বাংলা অ্যাওয়ার্ড' শীর্ষক ঢাকায় একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে এই ফোরামের ব্যানারে। তারিকুল ইসলাম পরিচালিত প্রথম নাটক 'কাগজের ফুল'।