প্রতারণার শিকার হোস্টেল ছাত্রীদের উদ্ধার হওয়ার গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ-এর গল্প'।
অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে।
আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সোমা, শিপ্রা, সাঈদ সুমন, সুজাত শিমূল প্রমুখ। 'অ-এর গল্প' ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার ।