দ্বিতীয়বার জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। 'অগি্ন'র পর এবার তার জুটি হচ্ছেন 'ওয়ার্নিং' ছবিতে। আব্দুল্লাহ জহির বাবুর পাণ্ডুলিপিতে এটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি।
নির্মাতা জানান, এরই মধ্যে শুভ, মাহি আর মিশা সওদাগরের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিটির শুটিং শুরু হবে আগস্ট মাসে। 'ওয়ার্নিং' ছবির গল্প একজন অপহরণকারীকে নিয়ে। একের পর এক অপহরণ করে যাচ্ছে, কিন্তু কেউ তার কিছুই করতে পারছে না। অপহরণকারীর চরিত্রে অভিনয় করবেন শুভ। আর ছবিতে মাহি অভিনয় করবেন টিভি রিপোর্টারের চরিত্রে। সংঘর্ষের এক পর্যায়ে দুজনার প্রেম হয়ে যায়।