সময়টা একদম ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। ধার-দেনায় ডুবে প্রায় দেউলিয়া হতে বসেছেন একসময়ের জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। তার আর্থিক টানাপড়েন এতটাই বাজে পর্যায়ে পৌঁছেছে যে, নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত বিলাসবহুল একটি অ্যাপার্টর্মেন্টে বসবাস করছেন প্রীতি। কিন্তু সেটা ছেড়ে নতুন কোথাও উঠতে চাচ্ছেন তিনি। আর অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়ে যে আয় হবে তা দিয়ে দেনা শোধ করবেন এই 'কাল হো না হো' তারকা। সম্প্রতি বন্ধু-বান্ধবদের ভালো ভাড়াটিয়া খুঁজে দেওয়ার অনুরোধও করেছেন তিনি।