ক্যামেরার সামনে বিবসনা হতে রাজি নন পপতারকা টেইলর সুইফট। হলিউড সেলিব্রেটিদের মধ্যে বিবসনা ফটোশুট বা মিউজিক ভিডিওতে বিবসনা হওয়া যেন একটি স্টাইলে রূপ নিয়েছে। তবে নতুন এই জোয়ারে গা ভাসাতে নারাজ তরুণ পপতারকা টেইলর সুইফট। ক্যামেরার সামনে বিবসনা হতে দৃঢ় আপত্তি জানিয়েছেন সুইফট। ২৪ বছর বয়সী ওই সংগীতশিল্পী বলেন, বিবসনা হওয়া তার জন্য সহজ কাজ নয়। অন্য সেলিব্রেটিদের মতো ক্যামেরার সামনে বিবসনা হতে চান না তিনি। সুইফট বলেন, 'আমি মনে করি পোশাক পরিহিত থাকাটাই অনেক বেশি সহজ। কারণ কখনো বিবসনা হওয়ার চিন্তা আসেনি আমার মাথায়। আর তাই তা করতেও চাই না।'