ছবি মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যেই বক্স অফিসে তোলপাড়। কিন্তু হাসা তো যাবে না। হাসলেই ফাঁসি! করণ জোহরের প্রোডাকশনে তৈরি পরিচালক ভিনিল ম্যাথুর নতুন ছবি ‘হাসি তো ফাঁসি’র ট্যাগলাইন তো তাই বলে। সেই ট্যাগলাইনকে সঙ্গী করে দু’দিনেই দশ কোটির ক্লাবে এন্ট্রি নিল এই ছবি।
খবর পেয়ে ফাঁসির কথা ভুলে নিজেই আনন্দে হেসে ফেললেন করণ জোহর। উচ্ছ্বাস প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। সঙ্গে করণ জানিয়েছেন, ‘হাসি তো ফাঁসি' ছবির আসল ইউএসপি-ই হল গল্প ও ফ্রেশ জুটি। তবে শুধু বক্স অফিস নয়, সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই ছবি। প্রশংসিত হয়েছেন ছবির নায়ক-নায়িকা সিদ্ধার্থ ও পরিণীতি চোপড়া দু’জনেই। সিদ্বার্থ ও পরিণীতি দু’জনেই টুইটারে ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের।