গত কোরবানির ঈদে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসে এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক ইলিয়াস হোসাইনের দ্বিতীয় একক অ্যালবাম 'না বলা কথা-২'। অ্যালবামের 'না বলা কথা-২' গানটি বেশ সাড়া ফেলে শ্রোতাদের মাঝে। দ্বৈত এ গানটিতে ইলিয়াসের সঙ্গে কণ্ঠ দেন অরিন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেন ইমরান। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে সেই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন এই গায়ক। সম্প্রতি গাজীপুর, উত্তরা, আশুলিয়া, কোক ফ্যাক্টরি প্রভৃতি স্থানে ভিডিওটির শুটিং হয়েছে। এতে ইলিয়াসের পাশাপাশি মডেল হয়েছেন এমিলি জান্নাত, শুভ ও জন। এ প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, 'এ পর্যন্ত আমি অনেক গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছি। এটি সবগুলো থেকে আলাদা। লোকেশন, কালার এবং ভিডিওর প্রতিটি বিভাগেই দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবেন।'