বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই নৃত্যশিল্পীদের স্বার্থরক্ষাসহ দেশের নিজস্ব কৃষ্টি-সংস্কৃতির বিকাশ ও মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। নৃত্যাচার্যের জন্মদিন উপলক্ষে এ বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথ উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের ছয়টি বিভাগীয় শহরে বুলবুল মেলা, নৃত্যবিষয়ক কর্মশালা পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। আজ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছয়টি বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলার নৃত্য প্রশিক্ষণার্থীদের ঢাকার প্রশিক্ষকরা লোকনৃত্য, মনিপুরী নৃত্য, কত্থক নৃত্য ও ভরতনাট্যম এর প্রশিক্ষণ দেবেন। তিন দিনের নৃত্য কর্মশালা পরবর্তী ১৪ ফেব্রুয়ারি ছয়টি বিভাগীয় শহরে নৃত্যশিল্পীরা নিজেদের পরিবেশনার মাধ্যমে নৃত্যাচার্য
বুলবুল চৌধুরীর স্মরণে নৃত্য উৎসব পালন করবে।