সামিয়া জামান পরিচালিত 'আকাশ কত দূরে' চলচ্চিত্রের প্রিমিয়ার হবে আজ। ব্লক বাস্টার সিনেমাসে সন্ধ্যা ৬টায় এই প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। একটি ছেলের জীবনের মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ভার্সা মিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম। পাণ্ডুলিপি তৈরি করেছেন জুলফিকার রাসেল। এর অভিনয় শিল্পীরা হলেন, নায়করাজ রাজ্জাক, শর্মিলী আহমেদ, ফারিয়া হোসেন, মিশা সওদাগর ও শিশুশিল্পী অঙ্কন। নির্মাতা বলেন, বক্তব্য ও বিনোদন প্রধান গল্পে নির্মাণ করেছি চলচ্চিত্রটি। আশা করছি আমার প্রথম চলচ্চিত্র 'রানী কুঠির বাকি ইতিহাস'র মতো এটিও দর্শক সাদরে গ্রহণ করবে।