পরিনীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা 'হাসি তো ফাঁসি' বেশ ভালোই ব্যবসা করছে। বিনি মাথুর পরিচালিত এই সিনেমা মুক্তির দুই দিনের মধ্যে প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সবচেয়ে বড় কথা মুক্তি পাওয়ার পর দিন দর্শক হলে বেশি ভিড় করছে। তার মানে দাঁড়ায় প্রচারের থেকেও সিনেমা ভালো হওয়ায় দর্শকের ভিড় বাড়ছে। যদিও এখন থেকেই পরিনীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার রোমান্টিক কমেডি এই সিনেমাটি হিট আখ্যা পেয়ে গেছে। তবে আগামী কয়টা দিন ঠিক করে দেবে এ হিট তকমা থেকে সুপারহিট হতে পারে কিনা এ সিনেমা। মাত্র ২৫ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছে 'হাসি তো ফাঁসি'।