অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি নতুন ধরনের ডায়েট করছেন। তিনি নাকি আটা, ময়দা, গম ও জওয়ারের শস্যদানার মিশ্রণে তৈরি খাদ্যগ্রহণ করছেন। প্রতিদিন এক চামচের একটু বেশি নারকেলের তেল ও গুটিকয়েক খাদ্যশস্যের দানা দিয়ে তার দিন শুরু করেন। খবর টাইমস অফ ইন্ডিয়া।
২০১১ সালে লিকলিকে গড়নের কারণে প্রতিদিন গড়ে ৬০০ ক্যালরির অভাব দেখা দিত জোলির। আজকাল অভিনয় ও পরিচালনার পাশাপাশি তার স্বামীসহ ছয় সন্তানের যত্ন নিতে হয় তাকে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই শরীরের সুস্থতার ব্যাপারে সচেতন হয়ে পড়েছেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী।