বরাবরের মতো এবারও নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার 'বিশেষ পাঁচফোড়ন'। প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে।
এবারের 'পাঁচফোড়ন' সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানান, 'বিদেশি অনুষ্ঠান নকল না করে মৌলিক চিন্তায় বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান নির্মাণ করা যায়। দেশের বিভিন্ন তারকাশিল্পীরা উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এখন অনেক অনুষ্ঠানই পাঁচফোড়নের বিভিন্ন আঙ্গিক অনুকরণ করে করা হয়_ যা আমাদের জন্য আনন্দের।'
এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও রুনা খান।
এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। মডেল ও অভিনয় তারকা ইমন ও কুসুম শিকদারকে দিয়ে চিত্রায়ণ করা হয়েছে একটি ভালোবাসার গান। গেয়েছেন পূজা ও প্রতিক হাসান। পাঁচফোড়নের চরিত্র অনুযায়ী ভালোবাসার ওপর রয়েছে একটি রসাত্দক ও অনুসন্ধানী প্রতিবেদন। যার মাধ্যমে দর্শক প্রেম-ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি নতুন জায়গার সঙ্গে পরিচিত হতে পারবেন। ভালোবাসায় ছাতার গুরুত্ব ও পশুপ্রেমের ওপর রয়েছে দুটি ব্যতিক্রমী প্রতিবেদন। এ ছাড়াও ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে প্রায় ডজনখানেক নাট্যাংশ। অভিনয় করেছেন শুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, প্রমা আজিজ, বিনয় ভদ্র, রতন খান, নিসা, তানহা, স্বপন প্রমুখ।