আজ থেকে ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরর আয়োজিত 'ওয়েডিং ফেস্টিভ্যাল'। এই ফেস্টিভ্যালে জনপ্রিয় মেকাপ আর্টিস্ট জাহিদ খানের মেকওভারে ওয়েডিং ফটোগ্রাফি করবেন তরুণ আলোকচিত্র শিল্পী দীপু খান। তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে বিভিন্ন মডেলের বিয়ের সাজের ফটোগ্রাফি করবেন দীপু খান। দীপু খান বলেন, 'ওয়েডিং ফটোগ্রাফি এ মুহূর্তে আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নিজেকে একজন আন্তর্জাতিক মানের ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে গড়ে তুলতে ২৮ ফেব্রুয়ারি আমি আমেরিকার শিকাগোতে ওয়েডিং ফটোগ্রাফিতে যোগ দিতে যাচ্ছি।' মিরর আয়োজিত 'ওয়েডিং ফেস্টিভ্যাল'-এ দীপু খানের তোলা এঙ্ক্লুসিভ ছবিগুলো দেখতে পাওয়া যাবে তার ব্যক্তিগত ওয়েবসাইট ইধহমষধফবংযর নৎরফব ঢ়যড়ঃড়ঢ়ষঁং ফরঢ়ঁ এ ঠিকানায়।