শীর্ষনায়ক শাকিব খানের নবযাত্রা শুরু হলো। নায়কের পাশাপাশি এবার প্রযোজক হিসেবে আত্দপ্রকাশ হলো তার। সোমবার মহরত হলো 'হিরো দ্য সুপারস্টার' চলচ্চিত্রটির। এতে নামভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। সঙ্গে থাকবেন দুই নায়িকা। এরা হলেন অপু বিশ্বাস এবং ববি। মহরত অনুষ্ঠানে তিনজন এভাবেই পোজ দেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শুটিং শুরু হবে রোমান্টিক-অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রের। দেশে এবং বিদেশে চলচ্চিত্রটির শুটিং হবে।