সেলেনা গোমেজের সঙ্গে জাস্টিন বিবারের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। কিছু দিন মার্কিন মডেল শানটেল জাফ্রিসের সঙ্গে বিবারের অভিসারের গুঞ্জন চলছিল। কিন্তু সম্প্রতি নিউইয়র্কে রহস্যময়ী এক স্বর্ণকেশীর সঙ্গে রাতভর পার্টিতে মেতে খবরের শিরোনাম হন ১৯ বছর বয়সী কানাডীয় এ পপগায়ক। যুক্তরাষ্ট্রে পেঁৗছতে বেশ ভালোই ঝক্কি পোহাতে হয় বিবারকে। বিবারের ব্যক্তিগত বিমানটি বিমানবন্দরে অবতরণের পর শুল্ক কর্মকর্তারা তল্লাশি চালান। অভিযোগ তার বিমানে নাকি গাঁজা ছিল। তল্লাশির পর শুল্ক কর্মকর্তারা গাঁজা খুঁজে পেয়েছেন কি না তা অবশ্য জানা যায়নি।