চিত্রনায়ক বাপ্পারাজ 'কার্তুজ' ছবিটি পরিচালনার মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন। এই ছবির একটি আইটেম গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। গত রবিবার রাজধানীর মগবাজারস্থ শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি লিখেছেন কবির বকুল আর সুর সংগীতায়োজন করেছেন ইমন সাহা। বাপ্পারাজ জানান, ২২ ফেব্রুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। আইটেম সংয়ে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মমতাজ বলেন, 'গানের কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর ভিন্ন ধরনের গীতি কবিতার অন্যরকম সুরের একটা গান করলাম। আশা করছি, ভালো লাগবে।