বেশ কিছুদিন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঠোঁটের পরিবর্তন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে ঠোঁট পুরু করেছেন বলেও খবর ছেপেছে বলিউডকেন্দ্রিক একাধিক সংবাদ মাধ্যম। সম্প্রতি এ খবরকে ভিত্তিহীন গুজব বলেই দাবি করেন আনুশকা। অবশ্য ঠোঁট পুরু করার জন্য অস্থায়ী কিছু পদ্ধতি অবলম্বন করছেন বলে স্বীকার করেন ২৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে টুইটার বার্তায় তিনি লেখেন, 'হ্যালো! আজ আমি আমার ঠোঁট নিয়ে কথা বলতে এসেছি। ইদানীং আমাকে ঘিরে এমন সব কেচ্ছা-কাহিনী রটানো হচ্ছে, চুপ থাকার উপায় নেই। আর আমার ঠোঁটের গল্পটা একদম ভিত্তিহীন। এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না।'