জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলারের প্রেমের খবর চাউর হয়েছিল ২০০৫ সালে। বিষয়টি তারা কখনো স্বীকার না করলেও সম্প্রতি ক্রেইগের সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেন মিলার। অবশ্য খুব অল্প সময়ের জন্যই তারা একে অন্যের প্রেমে মজেছিলেন বলে দাবি করেন 'দ্য এজ অব লাভ'খ্যাত ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সম্প্রতি 'সানডে মিরর'-এর সাবেক সাংবাদিক ড্যান ইভানসকে ফোন হ্যাকিংয়ের জন্য দোষী সাব্যস্ত করেছেন আদালত। ব্রিটিশ মডেল কেট মস, অভিনেতা ড্যানিয়েল ক্রেইগসহ অন্তত ২০০ মানুষের ফোন হ্যাক করেছিলেন তিনি। জানা গেছে, ফোন হ্যাকিং মামলার বিচার কাজ চলছে।